• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে সিএনজি চালক খুন

  ঈশ্বরদী প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২০, ১৭:১৫
খুন
ছবি : প্রতীকী

পাবনার ঈশ্বরদীতে গাড়ি থামানো নিয়ে কথা কাটাকাটির জেরে মিজানুর রহমান সুজন (৩৭) নামে এক সিএনজি চালক খুন হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ট্রাফিক মোড় গোল চত্বর এ ঘটনা ঘটে।

নিহত সুজন মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাশুড়িয়া ইউনিয়নের ট্রাফিক মোড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক কাশেম জমিদারের সাথে যাত্রী উঠানো নিয়ে সিএনজি চালক সুজনের কথা কাটাকাটি হয়। উভয় চালক গাড়ি থামিয়ে রাস্তায় কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় কাশেম চায়না রড তালা দিয়ে সুজনকে আঘাত করলে মুহূর্তেই বেহুশ হয়ে মাটিতে লুটে পরে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিএনজি চালকেরা এ ঘটনার প্রতিবাদ জানায় এবং হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেলে দাশুড়িয়া গোল চত্বর ও রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে চালকেরা অবরোধ তুলে নেয়। এসময় প্রায় একঘণ্টা রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড