• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

যৌতুকের মামলায় কারারক্ষী কারাগারে

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

০২ নভেম্বর ২০২০, ২২:১৯
চট্টগ্রাম
কারারক্ষী খোরশেদুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় রাঙ্গামাটি জেল কারাগারের কারারক্ষী খোরশেদুল হাসানকে (২৬) আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চট্টগ্রাম, বাঁশখালীর বিজ্ঞ বিচারক তাকে উপস্থিত করা হলে আদালত এ নির্দেশ দেন।

খোরশেদুল হাসান রাঙ্গামাটি জেল কারাগারের কারারক্ষী হিসেবে হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মোবাশ্বের আহমদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৭ সালে খোরশেদুল হাসান একই উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৌলানা আবুল হাসানের কন্যা হোমাইরা তাছমিনকে (২২) বিয়ে করে। এতে তাদের সংসারে শিশু আহনাব হাসানের জন্ম হয়। বর্তমানে তার বয়স ২ বছর। তাদের সুখের সংসারে যৌতুকের দাবি তুলে স্বামী খোরশেদুল হাসান তার স্ত্রী হোমাইরা তাছনিমকে কে মারধর করে। বাপের বাড়ি থেকে যৌতুকের ২ লাখ টাকা আনতে চাপ দিত খোরশেদুল হাসান ও তার পরিবারের সদস্যরা। এতে অস্বীকৃতি জানালে তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করতো।

২০১৯ সালের ৪ মে অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত বাঁশখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন হোমাইরা তাছনিম।

সোমবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম, বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খোরশেদুল হাসানকে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আসামীকে জামিনের শর্ত ভঙ্গ করায় কারাগারে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড