• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন ভ্রমণে পর্যটকরা

  সারাদেশ ডেস্ক

০২ নভেম্বর ২০২০, ১২:৩০
সুন্দরবন (ছবি : সংগৃহীত

অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো সুন্দরবন। একাধিক শর্তসাপেক্ষে এবং পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ সাত মাস পর খুলে দেয়া হয়েছে এ পর্যটনকেন্দ্র

রবিবার (১ নভেম্বর) সকাল থেকে সাতটি ট্রলারে প্রায় শতাধিক পর্যটক বনে ঢুকেছেন। তবে প্রথম দিন ভিড় কম ছিল।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা যায়,পরিপূর্ণ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। প্রত্যেক পর্যটককে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে। একটি ট্রলারে ২০ জনের বেশি যেতে পারবেন না। সুন্দরবনে প্রবেশের আগে প্রত্যেক পর্যটকের তাপমাত্রা দেখা হচ্ছে। কোনো ধরনের বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া যাবে না।

সুন্দরবনের করমজল বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট হওয়ায় এতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। করমজল ছাড়া পর্যটকরা যাচ্ছেন হাড়বাড়িয়া, হিরনপয়েন্ট, কটকা, কচিখালী, সুপতি ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

তবে সুন্দরবন খুলে দেয়ায় মানবেতর জীবনযাপন করতে থাকা ট্রলার মালিক ও শ্রমিকদের বেকারত্ত ঘুচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, শর্তসাপেক্ষে সুন্দরবন খুলে দেয়ার পূর্ব ঘোষণার কারণে পর্যটকরা ভ্রমণে আসতে শুরু করেছেন। সরকার ঘোষিত করোনা বিধি ও শর্ত মেনে পর্যটকদের বনে ভ্রমণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড