• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় বৈঠকে প্রশাসন

  লালমনিরহাট প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২০, ১৪:০৩
গুজব ছড়িয়ে যুবককে হত্যা
হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় বৈঠকে প্রশাসন (ছবি : দৈনিক অধিকার)

গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলেম সমাজের সঙ্গে বৈঠকে বসেছে প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের শহীদ আফজাল হলরুমে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ওই উপজেলার ইমাম মোয়াজ্জেমসহ ৫ শতাধিক আলেম অংশ নেন।

আরও পড়ুন : যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন, তদন্ত কমিটি গঠন

উল্লেখ্য, কুরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বুড়িমারী স্থলবন্দর এলাকায় শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

নিহত শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকুরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড