• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপহরণের দুইদিন পর শিশু রিভামনিকে উদ্ধার

  গাজীপুর প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২০, ১৬:৫৬
ছবি : দৈনিক অধিকার

গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রাম থেকে এক ভাড়াটিয়া দম্পতির পাঁচ মাস বয়সী শিশু কন্যা চুরি হওয়ার দুইদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় শিশু রিভামনি চুরির ঘটনার সাথে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে মির্জাপুর উপজেলার মিরদেওহাটা গ্রামের জৈনেক সালামের বাড়ি থেকে শিশু রিভামনিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- টাঙ্গাইলের সখিপুর উপজলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের হৃদয় মাহমুদের স্ত্রী মিতু ওরফে সোনালী আক্তার (২৫) এবং তার স্বামী মির্জাপুর উপজেলার বাদল মিয়ার ছেলে হৃদয় মাহমুদ (৩১)। আসামিরা ভিকটিমের সাথে একই বাড়িত পাশাপাশি কক্ষে দুই মাস যাবত ভাড়া থাকতো।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে শিশুর বাবা বাড়িতে না থাকায় শিশুর মা রিভা মনিকে সোনালী আক্তারের কোলে দিয়ে গোসল করতে যায়। ২০ মিনিট পর গোসল শেষে সোনালী আক্তারের ঘরে ফিরে মেয়েসহ সোনালী আক্তারকে দেখতে না পেয়ে সম্ভাব্য আশপাশের সকল স্থানে খোজাখুজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির মালিককে ঘটনা জানানো হয়। তিনি শাপলার কোন ঠিকানা বলতে পারেননি। পরে রাতে শিশু রিভামনির মা শ্রীপুর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড