• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের অর্থদণ্ড

  ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ

২৯ অক্টোবর ২০২০, ১৬:৪০
ভৈরব
জেলেরা (ছবি: দৈনিক অধিকার)

মা ইলিশ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে দেশের অন্য সকল অঞ্চলের মতো ভৈরবেও অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে ভৈরব মেঘনা ও কালী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায় গত (১৪ অক্টোবর) থেকে (৪ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ শিকার করা সরকারীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। তারই প্রেক্ষিতে আজকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভৈরব নৌ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ ১০ জন জেলেকে আটক করেন। তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ ভোরে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডসহ জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড