• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলে দেয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

  গাজীপুর প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২০, ১২:২৯
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (ছবি : দৈনিক অধিকার)

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টানা ২২৫ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার(১ নভেম্বর) থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।

এর আগে গত ১৮ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করে ২০ মার্চ থেকে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান পার্ক খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবিবুর রহমান জানান, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্ক খুলে দেয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে আগামী রবিবার (১ নভেম্বর) থেকে ২২৫ দিন বন্ধ থাকার পার্কটি খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

চিঠিতে বন অধিদফতরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্রসমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান এই বন কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড