• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় তালেব ডাকাতের আত্মসমর্পণ

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২৮ অক্টোবর ২০২০, ২২:২৭
ডাকাত
ডাকাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তালেব ডাকাতকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য কুলাউড়া থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তালেব আলী নামে এক ডাকাত।

বুধবার (২৮ অক্টোবর) রাতে থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। এ সময় পুলিশ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তালেব পৃথিমপাশা ইউনিয়নের মখছন আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে বুধবার রাতে থানায় এসে আত্মসমর্পণ করেন তালেব। অপরাধ জগৎ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে ডাকাতি এবং চুরির মত জঘন্য কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করবে না বলে অঙ্গীকার করেছেন তিনি। অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে আসায় পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান দৈনিক অধিকারকে বলেন, তালেব থানায় এসে আত্মসমর্পণ করে অঙ্গীকার করেছে সে এখন থেকে অপরাধ জগৎ থেকে দূরে থাকবে। পাশাপাশি সে পরবর্তীতে অপরাধে যুক্ত হচ্ছে কিনা, সে ব্যাপারে পুলিশের নজরদারি থাকবে।

এছাড়া তালেব ডাকাতের জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান ওসি ইয়ারদৌস হাসান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড