• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে ১ ঘণ্টার উপজেলা চেয়ারম্যান স্কুলছাত্রী

  সারাদেশ ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ১৫:২০
এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান হাছনে হেনা মন (সংগৃহীত)

পঞ্চগড় সদর উপজেলা পরিষদে ১ ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলেন হাছনে হেনা মন নামে এক স্কুলছাত্রী।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের কার্যালয়ে ১ ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হিসাবে ওই স্কুলছাত্রী পঞ্চগড় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের কাছ থেকে ১ ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন এবং এক ঘণ্টার জন্য তার অধীন হয় পুরো সদর উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। শুধু তাই নয় তিনি এক ঘণ্টায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্যসম্পাদনসহ তদারকিও করেন।

জানা যায়, প্রতীকী চেয়ারম্যান হওয়া স্কুলছাত্রী হাছনে হেনা মন পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যায়লের নবম শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিলড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শাখার সাংগঠনিক সম্পাদক।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। পরে প্রতীকী উপজেলা চেয়ারম্যান কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয় এবং প্রতীকী দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ওই স্কুলছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, কামাত কাজল দিঘী ইউনিয়নের চেয়ারম্যান মজাহার আলী, ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার মারুফ হাসান আরিফ, ওমেন্স ভলেন্টিয়ার নিশাত পারভিন নিশিসহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা ও সংবাদকর্মীরা।

এ সময় প্রতীকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছনে হেনা মন জানান, 'আমি নারীর প্রতি সহিংসতা রোধে এবং নারী বান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলবো এবং নারীর উন্নয়নে কাজ করবো।'

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, 'নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজনের তরুন প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুলছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।'

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড