• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থানান্তর

  গাইবান্ধা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২০, ১৯:৩৪
গাইবান্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি পার্শ্ববর্তী মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে স্থানান্তর করা হচ্ছে

গাইবান্ধায় ডিবি রোডে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি পার্শ্ববর্তী মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে স্থানান্তর করা হয়েছে।

সোমবার(২৬ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর(০২) আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনির নির্দেশে পৌরসভার প্যানেল মেয়র মতলুবর রহমানের সহযোগিতায় ক্রেনের সাহায্যে দক্ষ প্রকৗশলীর দ্বারা প্রতিকৃতিটি সেখানে স্থানান্তর করা হয়। এ সময় সাধারণ জনগণসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থানান্তরের বিষয়ে প্যানেল মতলুবর রহমান জানান, গাইবান্ধা শহরে চারলেন প্রকল্পের কাজ চলায় রাস্তার দুপাশের স্থাপনা সরানোর কাজ চলছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ডিবি রোডের পাশে থাকায় সেটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনির নির্দেশে আজ বিকেলে প্রতিকৃতি অত্যন্ত সাবধানে ক্রেন দিয়ে পার্শ্ববর্তী মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে স্থায়ীভাবে স্থানান্তর করা হয়।.

এর আগে ২০১৪ গাইবান্ধা জেলা পরিষদের অর্থায়নে ডিবি রোডের পৌরপার্ক সংলগ্ন এলাকায় রাস্তার পাশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড