• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে টানা বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

  ফেনী প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২০, ১৪:৪৭
ফেনী
বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ফসল (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে তিন দিনের টানা বৃষ্টির কারণে রোপা আমন ও রবিশস্য ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে জমে থাকা পানি দ্রুত সরাতে না পারলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলার ৬ উপজেলায় ৬৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ধানের ভালো ফলনের আশা করলেও গত কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া শীতকালীন সবজি ১০২ হেক্টর, খিরা ১৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টর ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি ১ হাজার ৮শ ৪৫ হেক্টর, খিরা ৬১ হেক্টর, ধনিয়া ৮ হেক্টর ও মাসকলাই ৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় রোপা আমন ১৫ হাজার ৯৪০ হেক্টর পরিমাণ আবাদের মধ্যে ২০ হেক্টর, শীতকালীন সবজি ৬শ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় রোপা আমন ৯ হাজার ২৫০ হেক্টরের মধ্যে ৪৫ হেক্টর, শীতকালীন সবজি ১৬০ হেক্টরের মধ্যে ৬০ হেক্টর, খিরা ৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টরের পুরোটিই আক্রান্ত হয়েছে।

ফুলগাজীতে ৬ হাজার ২০৫ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, শীতকালীন সবজি ৬০ হেক্টরের মধ্যে ২৫ হেক্টর, খিরা ২৫ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, পরশুরামে রোপা আমন ৫ হাজার ৮৫০ হেক্টরের মধ্যে ৩ হেক্টর, শীতকালীন সবজি ১৫০ হেক্টরের মধ্যে ২ হেক্টর, দাগনভূঞায় রোপা আমন ৮ হাজার ৫১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর, শীতকালীন সবজি ১৭৫ হেক্টরের মধ্যে ২ হেক্টর, সোনাগাজীতে রোপা আমন ২০ হাজার ৯৭০ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, শীতকালীন সবজি ৭শ হেক্টরের মধ্যে ৩ হেক্টর আক্রান্ত হয়েছে।

ফেনীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী মানিক জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টি হয়েছে। এতে ক্ষতি হওয়া ফসলের খেতের তালিকা রবিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছি। পানি নামলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড