• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

  সারাদেশ ডেস্ক

২৬ অক্টোবর ২০২০, ০৮:১১
ফেরি (ছবি : সংগৃহীত)

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১২ দিন পর পরীক্ষামূলকভাবে দুটি ফেরি চলাচল শুরু করেছে। নাব্য সংকটের কারণে দীর্ঘ ১২ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর রোববার বিকাল থেকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট সূত্রে জানা যায়, রোববার বিকালে বিকল্প চ্যানেল দিয়ে পদ্মা সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মাঝ দিয়ে কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে ফেরি কিশোরী স্বল্পসংখ্যক পরিবহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া শিমুলিয়া থেকে কুমিল্লা ফেরিটি ছেড়ে আসে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে। দুটি ফেরিই বিকল্প চ্যানেল দিয়ে নির্বিঘ্নে কোনোরকম বাধা ছাড়াই দুই ঘাটে গিয়ে পৌঁছে।

বিকল্প চ্যানেলটি বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। নিয়মিতভাবে এ চ্যানেল দিয়ে ফেরি চলাচলের জন্য ওই কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। তবে পদ্মা সেতুর পিলারের মাঝ দিয়ে নিয়মিতভাবে ফেরি চলাচল করতে দেবে কিনা, তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না।

কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আলিম মিয়া জানান, বিকল্প চ্যানেল দিয়ে দুটি ফেরি পরীক্ষামূলক চালু করা হয়েছে। তবে পুরোপুরিভাবে ফেরি চলাচল কবে থেকে শুরু হবে সেটা বলা যাচ্ছে না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড