• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলার সব রুটে নৌ-যান চলাচল শুরু

  সারাদেশ ডেস্ক

২৪ অক্টোবর ২০২০, ১০:৫৪
ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হওয়ার দু’দিন পর ভোলার সব নদীপথে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচলের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এতে বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, আলেকজান্ডার ও মনপুরা নদী পথে লঞ্চ চলাচল শুরু হয়েছে এবং ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ চালু হয়েছে। ভোলার বিভিন্ন ঘাট থেকে নৌযানগুলো গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় নৌ বন্ধরে ৩ নম্বর সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। তাই লঞ্চ চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল থেকেই ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নদীপথে ফেরি এবং ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল, লালমোহন-কালাইয়া, দৌলতখান-আলেকজান্ডার ও তজুমদ্দিন-মনপুরা নদীপথে নৌযান চলাচল শুরু হয়েছে।

এদিকে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হওয়ায় সরগরম হয়ে উঠেছে লঞ্চ ও ফেরিঘাটগুলো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড