• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে পানিতে ডুবে কার্গো শ্রমিকের মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

২১ অক্টোবর ২০২০, ০৯:০৮
উদ্ধার কাজ চলাকালে (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের শরনখোলায় সিমেন্টবাহী কার্গো ইঞ্জিনের পাখার জড়িয়ে যাওয়া জাল ও ময়লা পরিষ্কার করতে খালে নেমে জয়নাল শিকদার (৪৫) নামের নিখোঁজ এক শ্রমিক লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিখোঁজের ৭ ঘণ্টা পর লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন বান্দাঘাটা নামক খালে নেমে নিখোঁজ হয় এই শ্রমিক। নিহত জয়নাল শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের আব্দুল হক শিকদারের ছেলে।

সিমেন্টবাহী এমভি আশিক-৩ কার্গোটির মাস্টার মো. রাসেল হাওলাদার জানান, তারা সোমবার মোংলা থেকে সিমেন্ট নিয়ে বরিশালে আনলোড করে খালি জাহাজ নিয়ে মঙ্গলবার দুপুরে শরণখোলায় আসেন। পথিমধ্যে বলেশ্বর নদী দিয়ে আসার সময় জাহাজের পাখায় জাল ও ময়লা জড়িয়ে যায়। জাহাজটি রায়েন্দা খালের সুইসগেটের কাছে নোঙর করার পর স্টাফ জয়নাল পাখার জাল-ময়লা ছাড়াতে খালে নেমে ডুব দেয়। ডুব দেয়ার পর ১৫-২০ মিনিট সময় পার হলেও সে পানির উপরে না ওঠায় তারা চিন্তিত হয়ে পড়েন। তারা তখন পানিতে নেমে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তার কোন খোঁজ মেলে না।

পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বান্দাঘাটা খাল থেকে লাশ উদ্ধার করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান নেমে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে পানির গভীরতা বেশি হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে।।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ কার্গো শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড