• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২০, ২০:০৩
চুয়াডাঙ্গা
স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ক্যাম্পের একটি টহল দল চাকুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে এক ব্যক্তিকে দেখতে পেয়ে টহল দল চ্যালেঞ্জ করে। এসময় তিনি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। তখন টহল দলের সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করে।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বস্তাটি তল্লাশি করে দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নতমানের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫২ লাখ দুই হাজার ৩৭৫ টাকা। আটক স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড