• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁকখালী নদী দূষণ মুক্ত করেত সচেতনতামূলক নৌ-র‍্যালি

  কক্সবাজার প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২০, ১৩:১৯
নৌ-র‍্যালিতে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে বাঁকখালী নদীর দূষণ মুক্ত করণের লক্ষ্যে জনসচেতনতামূলক নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় বিআইডব্লিউটিএ জেটি ঘাটে উক্ত নৌ-র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেলারেল নাহিদুল ইসলাম খান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আমিন আল পারভেজ, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিএনসিসির প্লাটুন কমান্ডার মফিদুল আলম এবং কক্সবাজার সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ।

এতে অংশগ্রহণ করেন কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি সেনা ও নৌ শাখা এবং রামু সরকারি কলেজের বিএনসিসি সেনা শাখা। কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসি পরিচালক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা আজকে বাঁকখালী নদীর দূষণ মুক্তকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছি। আগামীকাল আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ও এ কর্মসূচি পালন করব। বিএনসিসি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরণের কর্মসূচি পালন করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড