• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  জয়পুরহাট প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২০, ১৯:১২
জয়পুরহাট
গ্রেফতারকৃত আসামি

জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুন্টু মিয়া সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার ধারকী প্রামানিক পাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল মতিন জয়পুরহাট শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মুন্টু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপরে মতিনের বড় ভাই আলম হোসেন বাদী হয়ে সদর থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে ২০১৭ সালে জেলা ও দায়রা জজ আদালত মুন্টু মিয়া সহ ৭ জনকে মৃত্যুদণ্ড ও বাকী ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, মামলার পরেই পুলিশ ৮ আসামিকে গ্রেপ্তার করলেও মুন্টু মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। অবশেষে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড