• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

  সাতক্ষীরা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২০, ১৮:২৩
সাতক্ষীরা
শিশুটির দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল

সাতক্ষীরার কলারোয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পরিবারের বেঁচে থাকা একমাত্র শিশুটির দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিশু মারিয়ার দায়িত্ব নেন তিনি। আপাতত স্থানীয় নারী ইউপি সদস্য নাসিমা খাতুনকে শিশুটির দেখভালের দায়িত্ব দিয়েছেন ডিসি।

সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল বলেন, নির্মম ও নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন এক পরিবারের স্বামী-স্ত্রী, ছেলে-মেয়েসহ চারজন। তবে খুনিরা চার মাসের শিশুটিকে হত্যা করেনি। সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়।

তিনি বলেন, শিশুটির পরিবারে এখন আপনজন বলতে কেউ নেই। শিশুটির দায়িত্ব নিয়েছি আমি। আপাতত দেখাশোনার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি এবং সাময়িকভাবে দেখভাল করতে অনুরোধ করেছি। পরবর্তীতে অভিভাবকরা দাবি করলে আইনগতভাবে সমাধান করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতের কোনো এক সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েসহ ৪ জনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক মো. শাহীনুর রহমান (৪০) তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (৯) ও মেয়ে তাসমিন সুলতানা (৬)। সৌভাগ্যবশত সেসময় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায় ৪ মাসের শিশু মারিয়া।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড