ফেনী প্রতিনিধি
ফেনীতে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আবদুল্লাহ আল ফাহিম নামের অভিযুক্ত ওই কিশোর সম্পর্কে নির্যাতিতা শিশুটির সৎ ভাই বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী গোলাম মর্তুজা স্বপরিবারে ফেনী শহরের নাজির রোডের সামছুদ্দিন ম্যানশনে বসবাস করেন। বুধবার (১৪ অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশু বোনকে জোরপূর্বক ধর্ষণ করে ফাহিম। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাহিম ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, নির্যাতিত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড