• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাইকগাছায় স্লুইস গেটের গাইড ওয়াল ভেঙ্গে যান চলাচল বন্ধ

  পাইকগাছা প্রতিনিধি, খুলনা

১৫ অক্টোবর ২০২০, ১৫:৩২
ঘটনাস্থল পরিদর্শন করছেন কেএম আরিফুজ্জামান তুহিন (ছবি : দৈনিক অধিকার)

খুলনার পাইকগাছায় পাথর ভর্তি ভারী ট্রাকের চাপে মিনহাজ নদীর স্লুইস গেটের গাইড ওয়াল ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। লস্কর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা লাল পতাকা টানিয়ে দিয়েছে।

বুধবার ভোরে আনুমানিক ৩০ টন পাথর ভর্তি ৪টি ট্রাক যাওয়ায় ওই গেটের গাইড ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়। দ্রুত ট্রাকটি উপরে উঠার কারণে নিশ্চিত যান মালের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আলমতলা হতে গড়ইখালী প্রধান সড়কের মিনহাজ নদীর স্লুইস গেট অবস্থিত। এই গেট দিয়ে লস্কর চাদখালী ও গড়ইখালী ইউনিয়নের হাজার হাজার হেক্টর জমির পানি এই গেট দিয়ে উঠা নামা করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ ও ব্যবসায়ীরা জানান, এ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ থাকলেও ঠিকাদার আব্দুর রব ও রাশিদুল হক বাঁধা নিষেধ অমান্য করে ট্রাক নিয়ে আসে। স্লুইস গেটের উপর উঠতেই গাইড ওয়াল ভেঙ্গে যায় এবং রাস্তাটি ফেটে যায়। রাস্তাটি ব্যাপক ক্ষতিও স্লুইস গেটের গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা গেট সংলগ্ন রাস্তার উপর সতর্কতার জন্য লাল পতাকা টানিয়ে দিয়েছে।

এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, রাস্তা ঠিক না করা পর্যন্ত পাথর ভর্তি ট্রাকগুলো জনসাধারণ আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড