• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  সাভার প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২০, ১০:৪৯
অভিযান পরিচালনাকালে (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ার গাজীর চট এলাকায় বাসা-বড়িতে নেওয়া ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ১২ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) আশুলিয়ার গাজীর চট এলাকার রশিদ মার্কেট ও মধ্য গাজিরচটে অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

তিনি জানান, সকাল থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রশিদ মার্কেট ও মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে ৬০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া কয়েকটি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক হাজার পাইপ জব্দ করা হয়। পরে ব্যবহৃত রাইজার খুলে নিয়ে লাইনগুলো সিলগালা করে দেওয়া হয়। সেই সাথে বৈধ গ্যাস সংযোগ গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার বকেয়া বিল আদায় করা হয়।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় তাদের চিহিৃত করে মামলাও করা হয়েছে। এ মাস জুড়ে পর্যায়ক্রমে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে সব অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, প্রকৌশলী মমতাজ, উপ-ব্যবস্থাপক সুমন দাস, ঠিকাদার মো. মনির হোসেনসহ তিতাস কর্তৃপক্ষের কর্মকর্তারা।

অভিযানের সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া ও সাভার থানার পুলিশ মোতায়েন ছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড