• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকায় আলোচনা সভা

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

১২ অক্টোবর ২০২০, ২০:৪১
শ্রমীক লীগ
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ (ছবি : সংগৃহীত)

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে করেছেন ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগ।

ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা খান, বীর মুক্তিযোদ্বা ফজলুল হক তালুকদার, ভালুকা পৌর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল, ভালুকা পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, প্রভাষক আফজাল হাসান, শ্রমিকলীগ ও আওয়ামীলীগসহ আরও অনেকেই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড