• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  সারাদেশ ডেস্ক

১২ অক্টোবর ২০২০, ১৪:৩০
টাঙ্গাইল
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারের কয়েকটি ইউনিয়নকে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুরের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার কয়েক হাজার মানুষ।

পরে পুলিশ স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

এ সময় মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যানবাহনে আটকে পড়া যাত্রীরা।

বিক্ষোভকারীরা বলেন, মির্জাপুরের বানাইল, আনাইতারা ও দেলদুয়ারের ফাজিলহাটির সর্বস্তরের জনগণ প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলায় কখনোই অন্তর্ভুক্তি হবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড