• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শৈলকুপায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

  সারাদেশ ডেস্ক

১২ অক্টোবর ২০২০, ১৩:০২
ছবি : প্রতীকী

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সুফিয়া খাতুন (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহত সুফিয়া ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই উপজেলা সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থক আফজাল বিশ্বাস এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর সমর্থক আজিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে বুকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমানের সমর্থক সুফিয়া বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৭ জন। ভাঙচুর করা হয় প্রায় ১০টি বাড়ি। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে। ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রওনা হয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড