• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে ঈশ্বরদীতে শিশু নির্যাতনে মামলা গ্রহণ, শিক্ষক গ্রেপ্তার

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১১ অক্টোবর ২০২০, ১১:৩৫
ছবি : প্রতীকী

শিকল দিয়ে বেঁধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অবশেষে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর তিনটার পর মামলাটি রুজু করা হয়। থানার ওসি সেখ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্যাতিত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম মামলাটির বাদী। মামলায় মাদ্রাসা শিক্ষক পিয়ারুল ইসলামকে আসামি করা হয়েছে। মামলা নং ২০। ওই মামলায় শিক্ষক পিয়ারুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিক্ষার্থীর বাবা মামলা না করলে পুলিশ স্ব:প্রণোদিত হয়ে মামলা দায়েরের প্রস্তুতি ছিল তাদের।

জানা গেছে, বিভিন্ন অনলাইনে নিউজ প্রকাশের পর শনিবার দুপুর তিনটার পরে শিশুটির বাবা নজরুল ইসলামকে ডেকে এনে মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া বুড়া দেওয়ান নূরানী হাফিজিয়া মাদ্রাসায় নূরানী বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন (১১)কে তিন দিন লোহার শিকল দিয়ে বেঁধে রেখে নির্মম নির্যাতন ও থুতু ছিটিয়ে পুনরায় চাটানো হয়। মাদ্রাসায় সিনিয়র এক ছাত্রকে নিয়ে শিক্ষক পিয়ারুল ইসলাম শিশুটিকে শিকল দিয়ে বেঁধে তিনদিন ধরে নির্যাতন চালায়। সুযোগ বুঝে শিশুটি পালানোর সময় এলাকাবাসীর সহযোগিতা তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড