• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর

১০ অক্টোবর ২০২০, ১৬:৫৩
সংঘর্ষ
চাঁদপুরে ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ (ছবি : দৈনিক অধিকার)

চাঁদপুর পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ইয়াসিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ বাধলে ইয়াসিন নামে একজন গুরুতর জখম হয়। তার গলায় এবং শরীরের বিভিন্ন যায়গায় ধারালো অস্ত্রের কোপের কারণে অবস্থা বেগতিক দেখে স্থানীয় সদর হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ দিকে, চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।

দুপুরে মৌখিক ঘোষণা এবং বিকাল এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন : উপনির্বাচন : ভোট বাক্সে মিলল সিল মারা ব্যালট, ভোটগ্রহণ স্থগিত

মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি অভিযোগ করেন, সকাল ১১টা থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে ভয়ভীতি দেখিয়ে বিএনপির অ্যাজেন্টদের বের করে দেওয়া হয়। সরকার দলিয় কর্মীরা ভোটকেন্দ্রগুলি দখল করে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির নেতা-কর্মীদের মারধোর ও কুপিয়ে জখম করা হয়। এতে গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়। এই পরিস্থিতিতে পৌরবাসী ও আমার নেতা-কর্মীদের জানমাল রক্ষায় নির্বাচন বয়কট করলাম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড