• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে ১৯ দিনেও খোঁজ মেলেনি ভাই-বোন

  ফরিদপুর প্রতিনিধি

১০ অক্টোবর ২০২০, ১৫:৩৫
নিখোঁজ ভাই-বোন (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরে মাদ্রাসায় যাবার কথা বলে ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন পিংকি আক্তার (১৩) ও বিপ্লব শেখ (১০)।

পিংকি আক্তার শহরের অম্বিকাপুরে অবস্থিত সালমান ফারসী মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী অপরদিকে বিপ্লব শেখ স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। দুই ভাই বোন নিখোঁজের ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় জিডি করা হয়েছে।

জানা গেছে, নগরকান্দার তালমা ইউনিয়নের পিকুল শেখের সাথে তার স্ত্রী বিউটি বেগমের দীর্ঘদিন ধরে সু-সম্পর্ক নেই। বর্তমানে বিউটি বেগম জর্ডানে রয়েছে। ফলে পিকুল-বিউটি দম্পত্তির দুই ছেলে-মেয়ে দু’জন তাদের নানার বাসা অম্বিকাপুরে থেকে পড়ালেখা করতো।

গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মাদ্রাসায় যাবার কথা বলে পিংকি তার ছোট ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়ী ফেরেনি। পিংকির স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পাননি।

গত ২৩ সেপ্টেম্বর দুই নাতি ও নাতনির নিখোঁজ হওয়ার ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নানা আব্দুল আজিজ প্রামাণিক। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত ১৯ দিন অতিবাহিত হয়ে গেলেও ওই দুই শিশুর কোন সন্ধান পাওয়া যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ওই দুই শিশুকে উদ্ধারের ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ঢাকায় গিয়েও তল্লাশি করা হয়েছে। তিনি বলেন ওই দুই শিশুর সন্ধান পাওয়া গেলে ফরিদপুর কোতয়ালী থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড