• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পৌর নির্বাচন

চাঁদপুরে প্রার্থীর ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ বিএনপি সমর্থক আটক

  ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর

১০ অক্টোবর ২০২০, ১৩:০৩
নির্বাচন
চাঁদপুরে প্রার্থীর ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ বিএনপি সমর্থক আটক (ছবি : দৈনিক অধিকার)

চাঁদপুরে যথাযথ নিয়ম ও শৃঙ্খলা মেনেই ইভিএমের মাধ্যমে পৌর নির্বাচনের ভোট প্রদান করছেন ভোটাররা।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দলীয় প্রতীক ও ইভিএমের মাধ্যমে এটাই চাঁদপুরে পৌরসভার প্রথম নির্বাচন।

এরই ধারাবাহিকতায় সকালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. জিল্লুর রহমান লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ দিকে, সকাল সাড়ে ১০টার দিকে পুরাণ বাজার বালিকা বিদ্যালয়ের সামনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী ও তার ছেলের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক শেখের লোকজন তার ওপর হামলা করেছে।

আরও পড়ুন : উপনির্বাচন : ভোট বাক্সে মিলল সিল মারা ব্যালট, ভোটগ্রহণ স্থগিত

অন্যদিকে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে দেশীয় অস্ত্রসহ কাউসার ভূঁইয়া (৩৫) নামে এক বিএনপি সমর্থককে হাতেনাতে আটক করেছে পুলিশ। বেলা ১১টায় ১১ নম্বর ওয়ার্ডের মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্র থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্রসহ (চাপাতি) তাকে আটক করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড