• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  সারাদেশ ডেস্ক

১০ অক্টোবর ২০২০, ১২:২৮
নিহতের লাশ (ছবি : সংগৃহীত)

কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ ভবানীপুর গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা ও রেজা মন্ডল সমর্থকদের সঙ্গে রাশিদুল ও লাবু শকাতি সমর্থকদের বিরোধ সৃষ্টি হয়। শনিবার সকালে রাশিদুল ও শকাতির লোকজন বাদশা ও রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ফরিদ হোসেনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোক ছিলেন।

কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড