• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণধর্ষণ : ৩ কিশোরের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

  সাভার প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২০, ১৭:০১
গ্রেপ্তারকৃতরা (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় এক কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার ৪ কিশোরের মধ্যে ৩ জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন আটক রাকিব হোসেনের কোন সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মামলার এজাহারভুক্ত আসামি প্রিন্স সাহরুফ, ডায়মন্ড আলামিন ও জাকিরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে আশুলিয়া থানায় গতকাল রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। এছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানান, আসামি ও ভুক্তভোগীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে, দুই বান্ধবীর মধ্যে এক কিশোরীকে ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফলে নির্যাতিত এক কিশোরীকেই স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইল গুলিয়ারচক এলাকায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ৩৫ দিন পর গণধর্ষণের ভিডিও ফাঁস হলে পুলিশ ভুক্তভোগী ওই কিশোরীকে হেফাজতে নিয়ে বুধবার চারজনকে আটক করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড