• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  খাগড়াছড়ি প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২০, ১৬:৪৪
আদালত
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত (ছবি : দৈনিক অধিকার)

নিজের স্ত্রীকে হত্যার দায়ে খাগড়াছড়িতে মোখলেছ মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন। ঘটনার তিন বছরের মাথায় আদালত এই রায় দিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোখলেছ মিয়া জেলার গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার মনসুর সওদাগরের ছেলে।

রায় ঘোষণার পর আসামিকে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায়ের তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলেও জানিয়েছে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো দৈনিক অধিকারকে জানান, ২০১৪ সালে আসামি মো. মোখলেছ মিয়ার সাথে বড়পিলাক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার কন্যা জান্নাত বেগমের বিয়ে হয়। পরবর্তীতে ২০১৭ সালের ২৩ অক্টোবর সকালে খাগড়াছড়ির গুইমারার পশ্চিম বড়পিলাক এলাকায় যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে গৃহবধূ জান্নাত বেগমকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পাষণ্ড স্বামী মোখলেছ মিয়া। তাদের সংসারে জুবায়েদ নামে ১৮ মাস বয়সের পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন : হিন্দি সিনেমা দেখায় লাশ হলো অন্ত:সত্ত্বা বৃষ্টি

ওই ঘটনায় নিহতের বাবা মো. ফারুক মিয়া বাদী হয়ে ঘটনার দিনই গুইমারা থানায় হত্যা মামলা মামলা দায়ের করেন। মামলার চার্জশীট ও রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মোখলেছ মিয়াকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড