• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝরনা দেখতে পারবে না পর্যটকরা

  বান্দরবান প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২০, ১৫:৩৫
ছবি : সংগৃহীত

বান্দরবানের দুর্গম এলাকার পাহাড়ী ঝরনা গুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে প্রশাসনের এ নির্দেশনা কার্যকর হচ্ছে। নির্দেশনা জারির পর থেকে বর্তমানে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার ঝরনাগুলোতে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, গত (৩ অক্টোবর) বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝরনায় গোসল করতে গিয়ে প্রবল স্রোতের পানিতে তলিয়ে গিয়েছিল রাজধানী ঢাকার উত্তরা ক্যান্টনমেন্ট এলাকার জহিরুল ইসলামের ছেলে জাকারুল ইসলাম কানন (৩৫)। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এ নির্দেশনা জারি করেন প্রশাসন। এ ছাড়া বান্দরবানের জেলা প্রশাসন অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তাও জোরদার করেন।

এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল জানান, বৃষ্টিপাত হওয়ার কারণে দুর্গম এলাকার ঝরনা গুলি বর্তমানে উত্তাল রয়েছে এবং দুর্গম এলাকার পর্যটনগুলোতে যাতায়াতেও পর্যটকরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফলে এ সব এলাকায় অনাকাক্ষিত ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ঝরনা গুলোতে পর্যটকদের যাতায়াত আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের যাতায়াত খুলে দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড