• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গোপসাগরে নৌকাডুবি, নিখোঁজ ১৭

  সারাদেশ ডেস্ক

০৪ অক্টোবর ২০২০, ১৯:৫২
কুতুবদিয়া
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার নৌকা ডুবে চট্টগ্রামের বাঁশখালীর ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর মিললেও এলাকায় ফিরেছেন মাত্র তিনজন।

রবিবার সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।

সাগরে নিখোঁজ জেলে ফয়জুল্লাহর ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, গতকাল রাতে সাগরে মাছ ধরতে গিয়ে সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে ছগির মাঝির ফিশিং বোটের ৩০ মাঝিমাল্লা সাগরে ভেসে যান। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরেছেন।

উদ্ধার জেলেরা জানিয়েছেন, আশপাশের ফিশিং বোটগুলো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকি ১৭ জন জেলে নিখোঁজ। তাদের উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি বাঁশখালী থেকে ১০টি বোট গেছে সাগরে।

আরও পড়ুন : বড়বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ছোটবোনকে ধর্ষণ

বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার জানান, মাছ ধরতে গিয়ে সাগরে একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। সেখানে প্রশাসনের লোকজন পাঠানো হয়েছে। তারা ফিরে না আসায় এখনো কতজন উদ্ধার ও কতজন নিখোঁজ বিস্তারিত বলা যাচ্ছে না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড