• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  ভৈরব প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২০, ১২:২৩
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

'আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব চাই? এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র সমাজ।

রবিবার (৪ অক্টোবর) সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘন্টাব্যপী এই কর্মসূচি পালন করে তারা।

এ সময় শত শত শিক্ষার্থীরা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, ধর্ষকরা মানুষের মুখোশ পড়া আসলে তারা জানোয়ার। তাদের হাত থেকে তরুণী কিংবা গৃহবধূ, এমনকি অবুঝ শিশু কেউ বাদ যায়নি। তারা সমাজে এবং দেশের শত্রু।

এছাড়াও এতে একাত্মতা ঘোষণা করে সুশীল সমাজের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের দুর্জয় মোড় থেকে শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড