• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

০২ অক্টোবর ২০২০, ০৯:৩৭
তেলবাহী ওয়াগন লাইনচ্যুত
চন্দনাইশে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের কাঞ্চননগর এলাকায় তেল বহনকারী একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চননগর ষ্টেশনের সিগন্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তেলের ওয়াগন লাইনচ্যুত হয়ে দুইটি বগি দূরে ছিটকে পড়লেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী নদীতে মিলল অজ্ঞাত লাশ

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী ষ্টেশন মাষ্টার ইকবাল হোসেন চৌধুরী দৈনিক অধিকারকে জানান, ‘বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে দোহাজারী থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী তেলবাহী খালি ওয়াগন কাঞ্চননগর ষ্টেশন অতিক্রম করে ১ নম্বর লাইনে ঢুকতে গিয়ে লাইনচ্যুত হয়ে পাশেই ছিটকে পড়ে। পরে তেল বহনকারী খালি বগি দুইটি লাইনচ্যুত হওয়ার খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। একপর্যায়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসলে দুর্ঘটনাকবলিত ওয়াগনটি উদ্ধার করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড