• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় বন্ধ থাকা ছাত্রাবাসে জুয়ার আসর

  বগুড়া প্রতিনিধি

০১ অক্টোবর ২০২০, ১৬:১৩
বগুড়া
গ্রেফতারকৃত আসামিরা ও জব্দ করা টাকা

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বগুড়ার ছাত্রাবাসগুলোও বন্ধ রয়েছে। এই সুযোগে অনেক ছাত্রাবাসেই বসছে জুয়ার আসর। এমনি বগুড়া শহরের সেউজগাড়ীতে বন্ধ ছাত্রাবাসের অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করে ১০ দিনকরে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জুয়াড়িদের কাছে থেকে ২ লাখ ৪১ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। বুধবার রাতে সেউজগাড়ীর বেলালের ছাত্রাবাসে অভিযান চালায় র‌্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। অভিযানে জুয়ারিদের সাজা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

সাজাপ্রাপ্ত জুয়ারিরা হলেন, বগুড়া সদরের উলিপুর এলাকার সামছুল আলমের ছেলে সামিউল আলম সোহাগ (৩৫), দুপচাঁচিয়ার আলতাপ নগরের বাবুর ছেলে মামুন (২৬), একই উপজেলার কুচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল প্রামানিকের জামাল উদ্দিন প্রামানিক, সদরের মালগ্রামের মিনারুলের ছেলে সেলিম রেজা (৩৮), কাহালু পাল্লাপাড়ার মৃত আফাজ মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩২), একই উপজেলার লক্ষীপুরের মৃত হোসেন আলীর চেলে আনছার আলী (৩৫), সাঘাটিয়ার মৃত আব্দুল রাব্বির ছেলে বাদল মিয়া (৫০), মহরাবারি গ্রামের হবিবরের ছেলে পারুক ইসলাম (২৯), সদরের কুটুরবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল লতিফ (৪০)। র‌্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, বেশ কিছুদিন থেকেই বিষয়টি আমাদের নজরদারিতে ছিলো। বুধবার রাতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে খেলার সময় আটক করা হয়েছে। এখানে আরও কয়েকজন ছিলো আমাদের উপস্থিতি টেরপেয়ে কয়েকজন পালিয়ে গেছে। এসময় তিনি অপরাধ দমনে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড