• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল

  ফেনী প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬
মিছিলে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শহরের জেল রোড, ট্রাংক রোড় ও শহীদ শহীদু্ল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ফেনী শহর শাখার আহবায়ক নয়ন পাশা, সাধারণ সম্পাদক পংকজনাথ সূর্য ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ফেনী জেলা প্রতিনিধি রাইহানে কুমু প্রমুখ।

এ সময় বক্তারা খাগড়াছড়ির পাহাড়ি তরুণী, সিলেটের এমসি কলেজে নারী গণধর্ষণ, সাভারে নীলা রায় এবং চট্টগ্রামে ফেনীর মেয়ে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ছাড়া সকলকে চলমান এ পাশবিকতার বিরুদ্ধে ঘৃণা ও ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

এর আগে বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাজের ব্যানারে মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড