• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজার সৈকতে চার ছিনতাইকারী আটক

  কক্সবাজার প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯
কক্সবাজার
গ্রেফতারকৃত ছিনতাইকারী

কক্সবাজার সৈকতে চার ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত চারজন- পেশকার পাড়ার আবদুল গাফফারের ছেলে মো. ইব্রাহীম(১৬), একই এলাকার নুর আলমের ছেলে মো. ইউসুফ (১৫), টেকপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত হোসেন (১৯) এবং নতুন বাহারচড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াসিন আরাফাত (১৫)।

টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পিন্টু রায় জানান, পর্যটক থেকে ছিনতাইকালে হাতেনাতে চার ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।

তিনি আরও জানান, একসময় কক্সবাজার বিচে পর্যটকদের হয়রানির অভিযোগ ছিলো, এখন প্রায় নেই। পর্যটন এলাকায় চুরি-ছিনতাই বন্ধসহ পর্যটকদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক আমাদের টিম কাজ করে যাচ্ছে। এছাড়া কক্সবাজারে প্রায় প্রতিদিনই দর্শনার্থীদের শিশু, দামি জিনিসপত্র হারিয়ে যায়। এগুলো খুঁজে পেতে সহায়তাসহ প্রচুর কাজ করা হচ্ছে।

কোন পর্যটক হয়রানি কিংবা অপরাধ দেখলে সাথে সাথে টুরিস্ট পুলিশকে জানানোর জন্য ও অনুরোধ করেন টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড