• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান ভোলা মাস্টার

  ফরিদপুর প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯
ফরিদপুর
শামসুল হক ওরফে ভোলা মাস্টার

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুল হক ওরফে ভোলা মাস্টার। ফলে তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত ২৩ সেপ্টেম্বর তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে আগামীকাল মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী হন।

বিএনপির মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম মিয়া নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে মনোনয়ন পত্র বাছাইকালে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এরপর বিষয়টি চ্যালেঞ্জ না করে সেলিম মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

সেলিম মিয়া বলেন, মায়ের অসুস্থতা ও দলের নেতাকর্মীদের সহায়তা না পেয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া আব্দুল আজিজ নামে অপর এক প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানান, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এ উপ-নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় শামসুল হক ভোলা মাস্টারের আর কোন প্রতিদ্বন্দ্বী রইলো না।

গত ১০ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা। এরপর পদটি শূন্য হলে এ উপ-নির্বাচনের আয়োজন করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড