• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় যুবক গ্রেপ্তার

  সারাদেশ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫
ব্রাক্ষ্মণবাড়িয়া
গ্রেপ্তারকৃত যৌন নিপীড়নকারী জুনায়েদ

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শহরে এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় জুনায়েদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জুনায়েদ দক্ষিণ পৈরতলা এলাকার আবদুল আউয়ালের ছেলে। তবে যৌন নিপীড়নে মূল অভিযুক্ত রহিমকে এখনও ধরতে পারেনি পুলিশ। তার বাড়ি জেলা শহরের ছয়বাড়িয়া এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, তরুণীকে যৌন নিপীড়নে মূল অভিযুক্ত রহিমের বন্ধু জুনায়েদ। যৌন নিপীড়নের সময় জুনায়েদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনায়েদ ঘটনায় জড়িত এবং ঘটনাস্থলে উপস্থিত সবার নাম বলেছেন। শাকিল নামে তাদের আরেক বন্ধু যৌন নিপীড়নের ভিডিও ধারণ করেন।

তিনি আরও জানান, ওই তরুণীকে যৌন নিপীড়ন করে ভিডিও ধারণের ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় জুনায়েদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র পেজে এক তরুণীকে যৌন নিপীড়ন করার ভিডিও পোস্ট করা হয়। এরপর সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, শহরের পুনিয়াউট এলাকায় কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়ন করছেন রহিমসহ কয়েকজন যুবক।

ওই তরুণী তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে ছেড়ে দেয়ার জন্য বললেও শেষ রক্ষা হয়নি। উল্টো তারা তরুণীর পরনের বোরখা খোলার চেষ্টা করেন এবং একপর্যায়ে তরুণীর সাথে জোরপূর্বক অশালীন আচরণ করেন রহিম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড