• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

  গাইবান্ধা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩১
গাইবান্ধা
গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

সিলেটের এমসি কলেজের ছাত্রলীগ কর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

এর আগে তারা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিলটি কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতির খন্দকার জাকারিয়া জীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুরজ্জামান তরেক, সদর থানা ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল, পৌর ছাত্রদলের আহবায়ক সুজন পারয়ারি, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক সাইফুল ইসলাম শাওন, ফুলছড়ি থানা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটনসহ জেলা উপজেলার নেতা কর্মীরা।

সমাবেশে বক্তরা বলেন, সারাদেশে ধর্ষণ, খুন ও নির্যাতন বেড়েই চলছে। সাম্প্রতিক সিলেটে এমসি কলেজের ছাত্রলীগ নেতা কর্মী, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে এবং খাগড়াছড়িতে মানসিক ভারসম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণের জড়িতদের শাস্তির দাবি জানান বক্তরা। এ সময় সরকারের কঠোর সমালোচনা করেন তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড