• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় ৭ কোটি টাকার মাদক ধ্বংস

  সারাদেশ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫
মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে (ছবি : সংগৃহীত)

কুমিল্লায় ৭ কোটি ২৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

রবিবার সকালে কুমিল্লা কোটবাড়ি বিজিবি সদর দফতরের শালবন মাল্টিপারপাস হল সংলগ্ন মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭ মাসে মোট ১১ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৪৭ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত মোট ২৫১ জনকে গ্রেফতার এবং জেলার বিভিন্ন থানায় মোট ৯৯৯টি মামলা হয়েছে।

তিনি আরও জানান, এ সময় মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এরমধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, মদ, ইয়াবা ট্যাবলেট, যৌন উত্তেজক ট্যাবলেট, ইনজেকশন, নেশা জাতীয় সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড