• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়া প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ

  সাভার প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:১০
ককটেল (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়া প্রেসক্লাব চত্বরে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবে ১৫ থেকে ২০ জন সাংবাদিক আলাপচারিতার সময় এই ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর আগে ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়কে বোমা মেরে হত্যার হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি। চার দিনের মাথায় এ ঘটনা ঘটল।

প্রেসক্লাবে থাকা সাকিল ও তনয় জানায়, আমরা প্রেসক্লাবে কেরাম খেলছিলাম হঠাৎ পরপর দুইবার বিকট আওয়াজ হয়। পরক্ষণেই ধোয়ায় অন্ধকার হয়ে যায় পুরো প্রেসক্লাব চত্বর। পরে বাইরে এসে ধোয়া কমে যাওয়ার পর পুরনো সংবাদের কাগজে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখা যায়। এর চারপাশে স্প্রিন্টার ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা।

যমুনা টিভির জেলা প্রতিনিধি (সাভার) মাহফুজুর রহমান নিপু জানান, প্রেসক্লাবের সিসি ক্যামেরা আকাশের দিকে উল্টানো ছিল। আমরা মনে করছি এ ঘটনা অবশ্যই পরিকল্পিত।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর) সাংবাদিক মোজাফ্ফর হোসেন জয়কে হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি। পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব-ব্যুরো প্রতিনিধি মোজাফ্ফর হোসাইন জয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড