• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

  বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩
চাঁপাইনবাবগঞ্জ
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একদিনের ব্যবধানে সাপের কামড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার কলকলিয়া গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) ও সুজনের শিশু কন্যা আশা (১০)।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারা সাপের কামড়ে আক্রান্ত হয়।

ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আন্টু জানান, শনিবার রাতে সুজনের স্ত্রী তার শিশু কন্যা আশা ও ছেলেকে নিয়ে ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে আশার চিৎকারে বুঝতে পারে সাপে কামড় দিয়েছে। পরে তার মৃত্যু ঘটে। রবিবার তার লাশ দাফন সম্পন্ন হয়।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে একই গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) পার্শ্ববর্তী নদীতে মাছ ধরছিলেন। কাজ শেষে নদীর পাশে জেলেদের বিশ্রাম ঘরে শুয়ে থাকার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।

বর্তমানে সাপের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই এলাকার মানুষ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড