• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার মিজানের ১০ দিন রিমান্ড আবেদন

  সাভার প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৪
সাভার
আসামি মিজানুর রহমান মিজান

সাভারে স্কুল ছাত্রী নিলা রায় হত্যাকাণ্ডে গ্রেপ্তার প্রধান আসামি মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা মিজানের জামা প্যান্টও উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে সাভার মডেল থানা থেকে মিজানকে আদালতে পাঠানো হয়।

এর আগে গত রাতে সাভারের রাজফুলবাড়িয়ার একটি ইটভাটা থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। মিজানসহ এই মামলায় এখন পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংরের মাধ্যমে এসব বিষয় জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার।

তবে হত্যার কারণ ও আরও কেও জড়িত আছে কিনা এসব বিষয় তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলেও তিনি জানান।

তবে নিহত পরিবারের দাবী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে নিলাকে হত্যা করে বখাটে মিজান।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এই মামলার আসামী মিজানের বাবা আব্দুর রহমান ও মা সামসুন্নাহারকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

এদিকে খুনির বিচারের দাবী স্থানীয়সহ বিভিন্ন সংগঠন কয়েক দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে। আজকের কর্মসূচীতে অংশ নেন স্থানীয় সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রতিমন্ত্রীও খুনির ফাঁসির দাবী জানান।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রোববার সাভারের পাল পাড়ায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী নিলা রায় ছুরিকাঘাত করে হত্যা করে মিজান। পরদিন এ ঘটনায় নিহত নিলার বাবা নারায়ন রায় বাদী হয়ে মিজান ও তার বাবা-মাকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড