• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় নৌকাডুবি, দুই শিক্ষার্থী নিখোঁজ

  নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৩
ফায়ার সার্ভিসের ডুবুরি দল
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে (ছবি: সংগৃহীত)

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীর উপকণ্ঠ নবগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজনের মধ্যে সুচনা নামের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। আরেকজন রিমন নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে ফুফাতো ভাই-বোন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে পদ্মা নদীতে মাঝি এবং ১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে নিখোঁজ রয়েছে দুজন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রাতে জেলা প্রশাসক আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড