• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতালের টয়লেটে মিলল নবজাতকের লাশ

  ফেনী প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
হাসপাতাল
ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার একটি টয়লেট থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করেন হাসপাতালে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন দৈনিক অধিকারকে জানান, টয়লেট পরিষ্কার করার সময় নবজাতকটির লাশ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে তারা মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ দিকে, নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নতুন ভবনের তৃতীয় তলার কিছু কক্ষ ‘সহায়’ নামের একটি সংগঠন ২০১৬ সাল থেকে নিজ দখলে রেখে বিভিন্ন শ্রেণির যুবকদের নিয়ে আড্ডা জমিয়ে আসছে। তাদের সহযোগিতা ছাড়া নতুন ভবনের তৃতীয় তলায় মৃতদেহ নেওয়ার কোনো সুযোগ নেই।’

এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজী দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে পুলিশ এসে শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। তবে মরদেহটি কোথা থেকে এলো এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন : নাতনিকে বাঁচালেও নিজের প্রাণ খোয়ালেন মুক্তিযোদ্ধা

নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন দৈনিক অধিকারকে জানান, হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড