• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি অস্ত্রের গুলিতে পোস্ট কমান্ডারকে হত্যা, আনসার সদস্যের মৃত্যুদণ্ড

  খাগড়াছড়ি প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:১৪
আদালত
সরকারি অস্ত্রের গুলিতে পোস্ট কমান্ডারকে হত্যা, আনসার সদস্যের মৃত্যুদণ্ড (প্রতীকী ছবি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এই রায় ঘোষণা দেন।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম সরকারি অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক আদালতে মামলার চার্জশীট জমা দেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই মামলার রায় দেন আদালত।

আরও পড়ুন : প্রেমের সম্পর্কে বিয়ে, হাতের মেহেদী না শুকাতেই লাশ হলো বৃষ্টি

এ দিকে, রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো। তিনি জানান, আসামির বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড