• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবরাংয়ে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭
টেকনাফ
অভিযান চালিয়ে ৫০ হাজার পীচ ইয়াবা উদ্ধার

টেকনাফ থানার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ হাজার পীচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে দাবি বিজিবির।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোররাত ৪টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন আলুগোলার চিংড়ি ঘের এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ইয়াবা অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আলুগোলার চিংড়ি ঘের এলাকায় অবস্থান করে। কিছুক্ষণ পর উত্তর-পূর্ব পাশ দিয়ে দুই ব্যক্তি সাতার কেটে একটি বস্তা নিয়ে জঙ্গলের দিকে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তখন বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। বিজিবিও সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা ২ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে মাদক পাচারকারীরা ভীত-সন্ত্রস্ত হয়ে একটি বস্তা বেড়িবাঁধের পাশে ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যের ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

জব্দকৃত ইয়াবা সমূহ পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড