• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে ডিএনসির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

  কক্সবাজার প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০
আটককৃতদের মধ্যে দুই জন (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় ৪৯ হাজার নগদ টাকা ও একটি নাম্বার বিহীন মোটর বাইক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় নীল দরিয়া নামক যাত্রীবাহী গাড়ী থেকে সন্দেহজনক এক ব্যক্তির দেহে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবাসহ আরমান উদ্দিন (২৬) কে আটক করা হয়। সে সদর ইউনিয়নের রাজার ছড়ার পূর্ব করাচী পাড়ার আজিজুর রহমানের ছেলে।

অপরদিকে, একই দিন বিকেল ৫টার দিকে একই ইউনিয়নের রাজার ছড়ার মুহাম্মদ আলীর বাসার শয়ন কক্ষ হতে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মুহাম্মদ আলীর ছেলে শাহদাত কবির এবং তার সঙ্গী হাবির ছড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ নূর উরফে মান্নুরকে আটক করা হয়। এ সময় একটি নাম্বার বিহীন মোটর বাইক ও ৪৯ হাজার নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড